
তালাকের নোটিশ প্রদান ও তালাক কার্যকর হওয়ার আইনগত বিধান
মুখবন্ধ
সমাজ জীবনের একক হল পরিবার। পরিবারেই ব্যক্তির হাতেখড়ি হয়। সুস্থ পারিবারিক সংস্কৃতি, লালন-পালন প্রক্রিয়া ও পারস্পরিক সেতু-বন্ধন শিশুর মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রাগৈতিহাসিককাল থেকে বিবাহ বন্ধনের মাধ্যমে গড়ে ওঠা পারিবারিক প্রথা সমাজ ও সভ্যতা বিনির্মাণে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। সুস্থ পারিবারিক প্রথা যেমন মানসিক বিকাশ ঘটায়, একই ভাবে ভঙ্গুর পারিবারিক বন্ধন ব্যক্তি জীবনে যারপরনাই বিড়ম্বনার জন্ম দেয়। লক্ষণীয়, গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী আমাদের দেশে বিবাহ বিচ্ছেদ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। সম্পর্কের অবনতি, অবিশ্বাস ও পরকীয়া অনেকাংশে ভূমিকা রাখছে। ফলে সুখী, সুন্দর পরিবার অল্পতেই ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে। বাবা মা’র এই টানাপোড়নে পরিবারের নবীন সদস্যরাই সবচেয়ে বেশি বিড়ম্বনার শিকার হচ্ছেন। ধর্মীয় মূল্যবোধ, সামাজিক প্রথা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ এই বিপর্যয় থেকে মুক্তির অবলম্বন হিসেবে কার্যকর ভূমিকা রাখতে পারে। আদর্শ পরিবার গঠনের প্রত্যাশায়।